Blog

গড়তে নিজের ক্যারিয়ার হতে পারেন ইঞ্জিনিয়ার!
বাংলাদেশের আর্থ-সামাজিক প্রেক্ষাপটে প্রমাণিত সত্য যে, জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তরিত করে দ্রুত অর্থনৈতিক উন্নয়ন সাধন করতে হলে কারিগরি শিক্ষা তথা কর্মমুখী শিক্ষা ব্যবস্থা হতে পারে অন্যতম মাধ্যম।
দক্ষতা অর্জন, বেকারত্ব দূরীকরণ ও দ্রুত উপার্জনক্ষম হবার নিমিত্তে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ৪ বছর মেয়াদী ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং-এ নিম্নলিখিত টেকনোলজি সমূহে ২০১৭-১৮ সেশনে ভর্তি চলছে।
৪ বছর মেয়াদী ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং:
◘ কম্পিউটার ◘ সিভিল ◘ টেলিকমিউনিকেশন ◘ ইলেকট্রিক্যাল
ভর্তির যোগ্যতাঃ এসএসসি/ সমমান পাশ (পাশের সন শিথিল যোগ্য)
বিশেষ সুবিধাঃ
♦ প্রত্যেক শিক্ষার্থীর জন্য ল্যাপটপ ফ্রী।
♦ দরিদ্র ও মেধাবীদের জন্য ড্যাফোডিল ফাউন্ডেশনের বৃত্তি।
বৈশিষ্ট্য সমূহঃ
♦ রাজধানীর প্রাণকেন্দ্র পান্থপথে নিজস্ব স্থায়ী সুবিশাল ক্যাম্পাস।
♦ ড্যাফোডিল ইন্টা. ইউনিভার্সিটিতে আর্থিক সুবিধাসহ B.Sc করার সুযোগ।
♦ ড্যাফোডিল গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানে ইন্টার্ণশিপ/চাকুরির সুযোগ।
♦ আন্তর্জাতিক মানের ল্যাব, পাঠাগার ও ওয়াই-ফাই যুক্ত ক্যাস্পাস।
♦ নিজস্ব হোস্টেলে নিরিবিলি পরিবেশে থাকা-খাওয়ার সুব্যবস্থা।
** শুক্রবার সহ প্রতিদিন ভর্তি অফিস খোলা। **
স্থায়ী ক্যাম্পাসঃ ৪৩/আর/৫-বি, পান্থপথ, ঢাকা। ফোন: ৯১২২০১৬-১৭, ০১৭১৩-৪৯৩২৬৭
ভর্তি অফিসঃ ৬৪/৬, লেক সার্কাস, রাসেল স্কয়ার, কলাবাগান, ঢাকা। ফোন: ৯১৩৪৬৯৫, ৯১০৪৪৬০, ০১৭১৩-৪৯৩২৩৩
E-mail: info@dti.ac, web: www.dti.ac,
Online Apply Link: http://admission.dti.ac/

Leave a Reply