Blog

প্রত্যেক অভিভাবক এর স্বপ্ন থাকে তাঁর সন্তান উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে পরিবার তথা দেশ ও জাতির একজন গর্বিত সুনাগরিক হিসেবে মাথা উঁচু করে নিজের পায়ে দাঁড়াবে। এ চাওয়াকে পূর্ণতা দিতে অভিভাবকরা অক্লান্ত পরিশ্রম করেন তার সন্তানকে সুশিক্ষিত ও মানবিক মূল্যবোধ সম্মত শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে। কিন্তু পরিবেশ পরিস্থিতি তথা ছাত্রছাত্রীর ব্যক্তিগত, পারিবারিক কিংবা সামাজিক কোন অনাকাক্সিক্ষত ঘটনাবলীর কারণে মাঝে মধ্যে এমন স্বপ্ন বিষাদে পরিণত হতে পারে। এক ছাত্রছাত্রী যখন ২-৩ বার রেজাল্ট খারাপ করে অথবা কাক্সিক্ষত জিপিএ পায় না, তখন তার মানসিক অবস্থা আরও খারাপ হয়ে যায়। তখন দরকার পরিবার তথা সমাজ ও রাষ্ট্রের তার পাশে দাঁড়ানো। তাকে এমন কোন আশার আলো দেখানো, যাতে তার জীবনটা আবারও আলোয় আলোয় হয়ে উঠে পরিপূর্ণভাবে দীপ্তিময়। এমনই চিন্তা মাথায় রেখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড প্রণয়ন করছে যুগান্তকারী এক শিক্ষা ব্যবস্থা যার মাধ্যমে এক শিক্ষার্থী খুব সহজেই তার কাক্সিক্ষত লক্ষ্যে পৌঁছাতে পারে। এমনই একটি কোর্স হলো এইচএসসি বিজনেস ম্যানেজমেন্ট বা প্রি-বিবিএ।

বিজনেস ম্যানেজমেন্ট কোর্স : এই কোর্স বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে সাধারণ ঐ.ঝ.ঈ সমতুল্য একটি কোর্স। সাধারণ ঐ.ঝ.ঈ এর সঙ্গে এ শিক্ষা ব্যবস্থা বা মান এর কোন পার্থক্য নেই, বরং এ কোর্সে ব্যবসায় ব্যবস্থাপনার ওপর জোর দেয়ায় বর্তমান প্রচলিত শিক্ষা ধারার সঙ্গে অত্যন্ত মানানসই বিধায় খুবই দ্রুত কর্মক্ষেত্রে প্রবেশের পথ উন্মুক্ত করে দেয়।
কোর্সের বিবরণঃ কোর্সের মেয়াদকাল ২ বছর, ১ বছর অন্তর ২টি সেমিস্টারে বিভক্ত।
লক্ষ্য ও উদ্দেশ্যঃ ছাত্রছাত্রীদের জ্ঞান বিকাশের ধারাবাহিকতা অব্যাহত রেখে উচ্চশিক্ষার পথ প্রশস্ত করা এবং পরিবার ও সমাজ জীবনে সক্রিয় স্বাক্ষর রাখার উপযোগী করে শারীরিক ও মানসিক বিকাশ লাভে সহায়তা করা এবং শিক্ষার মৌলিক নৈপুণ্য অর্জনের লক্ষ্যে সুসংহত শিক্ষা ব্যবস্থা পরিচালনা করা।
সুবিধাদি ঃ দরিদ্র ও মেধাবী ছাত্রছাত্রীদের ড্যাফোডিল ফাউন্ডেশনের বৃত্তি এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (উওট)-তে অনার্স এ আর্থিক সুবিধাসহ ভর্তির সুযোগ। এছাড়াও অন্যান্য সরকারী-বেসরকারী বিশ্ববিদ্যালয় এ অনার্স/মাস্টার্স প্রোগ্রামে ভর্তির সুযোগ তো থাকছেই।
ভর্তির যোগ্যতা ঃ যেকোন সালের ঝ.ঝ.ঈ পাস ও ন্যূনতম ২ জি পি এ প্রাপ্ত ছাত্র-ছাত্রীরা এ বিষয়ে ভর্তি হতে পারবেন।
যোগাযোগঃ দীপ্তি বিজনেস ম্যানেজমেন্ট কলেজ, ৬৪/৬, লেকসার্কাস,পান্থপথ (রাসেল স্কয়ার) কলাবাগান, ঢাকা। ফোনঃ ৯১৩৪৬৯৫, ০১৭১৩-৪৯৩২৬৭।
News Link as Ref: http://oldsite.dailyjanakantha.com/news_view.php?nc=50&dd=2013-06-30&ni=140752

Leave a Reply