Blog

ম্যানেজমেন্ট (প্রি-বিবিএ) বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় এক যুগান্তকারী মাইলফলক। প্রত্যেক অভিভাবক এর স্বপ্ন থাকে তাঁর সন্তান উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে পরিবার তথা দেশ ও জাতির একজন গর্বিত সুনাগরিক হিসাবে মাথা উঁচু করে নিজের পায়ে দাঁড়াবে। এই চাওয়াকে পূর্ণতা দিতে অভিভাবকেরা অক্লান্ত পরিশ্রম করেন তার সন্তানকে সুশিক্ষিত ও মানবিক মূল্যবোধ সম্মত শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে। কিন্তু পরিবেশ পরিস্থিতি তথা ছাত্র/ছাত্রীর ব্যক্তিগত, পারিবারিক কিংবা সামাজিক কোন অনাকাঙ্খিত ঘটনাবলীর কারণে মাঝে মধ্যে এমন স্বপ্ন বিষাদে পরিণত হতে পারে। একজন ছাত্র/ছাত্রী যখন ২/৩ বার রেজাল্ট খারাপ করে অথবা কাঙ্খিত জিপিএ পায় না, তখন তার মানসিক অবস্থা আরো খারাপ হয়ে যায়। তখন দরকার পরিবার তথা সমাজ ও রাষ্ট্রের তার পাশে দাঁড়ানো। তাকে এমন কোন আশার-আলো দেখানো, যাতে তার জীবনটা আবারও আলোয় আলোয় হয়ে উঠে পরিপূর্ণভাবে দীপ্তিময়।এমনই চিন্তা মাথায় রেখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড প্রণয়ন করছে যুগান্তকারী এক শিক্ষা ব্যবস্থা যার মাধ্যমে একজন শিক্ষার্থী খুব সহজেই তার কাঙ্খিত লক্ষ্যে পেঁৗছাতে পারে। এমনই একটি কোর্স হলো এইচএসসি বিজনেস ম্যানেজমেন্ট বা প্রি-বিবিএ।এইচএসসি, বিজনেস ম্যানেজমেন্ট কোর্সটি কি ধরনের?এই কোর্স বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এর অধীনে সাধারণ ঐঝঈ সমতুল্য একটি কোর্স। সাধারণ ঐঝঈ এর সাথে এই শিক্ষা ব্যবস্থা বা মান এর কোন পার্থক্য নেই, বরং এই কোর্সে ব্যবসায় ব্যবস্থাপনার ওপর জোর দেওয়ায় বর্তমান প্রচলিত শিক্ষা ধারার সাথে অত্যন্ত মানানসই বিধায় খুবই দ্রুত কর্মক্ষেত্রে প্রবেশের পথ উন্মুক্ত করে দেয়।কোর্সের বিবরণ : কোর্সের মেয়াদকাল ২ বছর, ১ বছর অন্তর ২টি সেমিস্টারে বিভক্ত।লক্ষ্য ও উদ্দেশ্য : ছাত্র/ছাত্রীদের জ্ঞান বিকাশের ধারাবাহিকতা অব্যাহত রেখে উচ্চশিক্ষার পথ প্রশস্থ করা এবং পরিবার ও সমাজ জীবনে সক্রিয় স্বাক্ষর রাখার উপযোগী করে শারীরিক ও মানসিক বিকাশ লাভে সহায়তা করা এবং শিক্ষার মৌলিক নৈপুণ্য অর্জনের লক্ষ্যে সুসংহত শিক্ষা ব্যবস্থা পরিচালনা করা।সুবিধাদি ঃ দরিদ্র ও মেধাবী ছাত্র/ছাত্রীদের ড্যাফোডিল ফাউন্ডেশনের বৃত্তি এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (উওট)-তে অনার্স এ আর্থিক সুবিধাসহ ভর্তির সুযোগ। এছাড়াও অন্যান্য সরকারি/বেসরকারি বিশ্ববিদ্যালয় এ অনার্স/মাস্টার্স প্রোগ্রামে ভর্তির সুযোগতো থাকছেই।ভর্তির যোগ্যতা ও নিয়মাবলীঃ যেকোন সালের ঝঝঈ পাস ছাত্র-ছাত্রী’রা কলেজ অফিস থেকে নির্ধারিত ফি এর বিনিময়ে ফরম সংগ্রহ করে যথাযথভাবে পূরণ করে জমা দিতে হবে।এসএসসি পরীক্ষার মূল একাডেমিক ট্রান্সক্রিপ্ট ও এর ফটোকপি নির্ধারিত সময়ের মধ্যে জমা দিতে হবে।বিঃ দ্রঃ বোর্ড কর্তৃক আসনসংখ্যা নির্ধারিত (সীমিত সংখ্যক) তাই আসন সংখ্যা খালি থাকা সাপেক্ষে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা হবে।ভর্তি ও অন্যান্য তথ্যের জন্য যোগাযোগ : দীপ্তি বিজনেস ম্যানেজমেন্ট কলেজ (ড্যাফোডিল গ্রুপের একটি শিক্ষা প্রতিষ্ঠান), ৬৪/৬, লেকসার্কাস, পান্থপথ (রাসেল স্কয়ার) কলাবাগান, ঢাকা। ফোন : ৯১৩৪৬৯৫, ০১৭১৩-৪৯৩২৬৭, ০১৭১৩-৪৯৩২৩৩। ওয়েব ঃwww.dipti.com.bd .নফমুজিবুর রহমান
News Link as Ref: http://www.thedailysangbad.com/studies/2015/06/02/10959

Leave a Reply