Blog

বর্তমান বিশ্বে দক্ষ তরুণ প্রজন্ম গড়ে তুলতে সবার আগে প্রয়োজন হাতে-কলমে বা বাস্তবমুখী শিক্ষার। আর হাতে-কলমে বা বাস্তবমূখী শিক্ষার মাধ্যমে দক্ষতা অর্জনের শিক্ষাকেই কারিগরি শিক্ষা বলে। উন্নত বিশ্বের মতো বাংলাদেশেও এখন কারিগরি শিক্ষার প্রতি গুরুত্ব জোরদার করা হচ্ছে।

কারিগরি শিক্ষায় দক্ষ হয়ে ক্যারিয়ার গড়তে চাইলে আপনাকে পড়তে হবে কারিগরি শিক্ষা ইন্সটিটিউটগুলোতে। এর মধ্যে দেশের অন্যতম কারিগরি শিক্ষা প্রদানকারী প্রতিষ্ঠান হলো ড্যাফোডিল পরিবার পরিচালিত অন্যতম পলিটেকনিক-ড্যাফোডিল টেকনিক্যাল ইনস্টিটিউট।  কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এই প্রতিষ্ঠান চার বছর মেয়াদি ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং কোর্সগুলো পরিচালনা করে থাকে।

কোর্সগুলো হলো:

✅ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং
✅ গার্মেন্টস ডিজাইন এন্ড প্যাটার্ণ মেকিং ইঞ্জিনিয়ারিং
✅ আর্কিটেকচার এন্ড ইন্টেরিয়র ডিজাইন ইঞ্জিনিয়ারিং
✅ সিভিল ইঞ্জিনিয়ারিং
✅ গ্রাফিক্স ডিজাইন ইঞ্জিনিয়ারিং
✅ টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং
✅ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং
✅ কম্পিউটার ইঞ্জিনিয়ারিং

এসএসসি পাসের পর এই প্রতিষ্ঠানে উক্ত কোর্সগুলোতে ভর্তির সুযোগ পাওয়া যায়। দেশে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের রয়েছে অপার সম্ভাবনা। প্রতি বছর শত শত শিক্ষার্থী ভর্তি হচ্ছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে।

শুধু তাই নয় ড্যাফোডিল টেকনিক্যাল ইনস্টিটিউটে উন্নত মানের শিক্ষার পরিবেশ সহ রয়েছে বিশেষ বিশেষ সুবিধা যা একজন শিক্ষার্থীর মেধা বিকাশ ও শিক্ষার মানোন্নয়নে সর্বোচ্চ সহায়ক।

সুবিধাদিঃ
🔹 শিক্ষার্থীদের ল্যাপটপ পাওয়ার সুযোগ!
🔹 রাজধানীর প্রাণকেন্দ্র পান্থপথে নিজস্ব স্থায়ী সুবিশাল ক্যাম্পাস!
🔹 ড্যাফোডিল ইন্টা. ইউনিভার্সিটিতে আর্থিক সুবিধাসহ B.Sc. ইঞ্জিনিয়ারিং পড়ার সুযোগ!
🔹 নিজস্ব হোস্টেলে নিরিবিলি পরিবেশে থাকা-খাওয়ার সুব্যবস্থা!
🔹 ড্যাফোডিল ফাউন্ডেশনের ৫০,০০,০০০.০০ টাকার শিক্ষা বৃত্তি!
🔹 ছাত্রীদের জন্য ৫০% ছাড়!
🔹 ড্যাফোডিল পরিবারসহ বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরির সহায়তা!

বিস্তারিত জানতে:

🏠 ড্যাফোডিল টেকনিক্যাল ইনস্টিটিউট (ডিটিআই)
স্থায়ী ক্যাম্পাসঃ ৪৩/আর/৫-বি, পান্থপথ (স্কয়ার হাসপাতালের পাশে), ঢাকা।
ভর্তি অফিসঃ ৬৪/৬, লেকসার্কাস, রাসেল স্কয়ার, কলাবাগান, ঢাকা।

ফোন: 01713493267, 01713493233, 01713493187

Leave a Reply