Blog

প্রত্যেক অভিভাবকের স্বপ্ন থাকে তার সন্তান উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে পরিবার তথা দেশ ও জাতির একজন গর্বিত সুনাগরিক হয়ে মাথা উঁচু করে নিজের পায়ে দাঁড়াবে। তাদের এই স্বপ্নের পূর্ণতা দিতেই ঢাকার লেকসার্কাস কলাবাগানস্থ দীপ্তি বিজনেস ম্যানেজমেন্ট কলেজের একটি কোর্স এইচএসসি বিজনেস ম্যানেজমেন্ট প্রোগ্রাম বা প্রি-বিবিএ। এটি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে একটি কর্মমুখী শিক্ষা। কোর্সের মেয়াদ ২ বছর। আসলে এটি সাধারণ এইচএসসি সমতুল্য একটি কোর্স। সাধারণ এইচএসসির সঙ্গে এর মানের কোনো পার্থক্য নেই। কমপক্ষে জিপিএ-২ পেয়ে যেকোনো সালে এসএসসি উত্তীর্ণ যে কেউ এটি করতে পারবে। বিস্তারিত জানা যাবে ০১৭১৩৪৯৩২৬৭ নম্বরে। ভিজিট করতে পারেন www.dipti.com.bd. উল্লেখ্য, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য বৃত্তির সুযোগ রয়েছে। -বিজ্ঞপ্তি

– See more at: http://www.bd-pratidin.com/education/2013/09/11/15685#sthash.oyxkZ7rT.dpuf

Leave a Reply