Blog

ড্যাফোডিল টেকনিক্যাল ইনস্টিটিউটের আয়োজনে গত ৫ মে –২০১৮ তারিখ রোজ শনিবার সকাল ১০.০০ ঘটিকায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উক্ত অভিভাবক সমাবেশে ড্যাফোডিল টেকনিক্যাল ইনস্টিটিউটের ২০১৮ খ্রিঃ বার্ষিক কর্মপরিকল্পনা বাস্তবায়নে সার্বিক সহযোগিতা ও মতামত ব্যক্ত করে সমাবেশের সম্মানিত সভাপতি জনাব মোয়াজ্জেম হোসেন এর সভাপতিত্বে ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ও অধ্যক্ষ জনাব রথীন্দ্র নাথ দাসের বক্তব্যেরর মাধ্যমে আলোচনা সভা শুরু হয়। উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন ড্যাফোডিল টেকনিক্যাল ইনস্টিটিউটের একাডেমিক উপদেষ্টা জনাব ড. আব্দুস সালাম চৌধুরী, সহকারি পরিচালক জনাব আওলাদ হোসেন এবং ইনস্টিটিউটের অন্যান্য শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ।

মাননীয় অধ্যক্ষ শিক্ষার্থীদের সত্যিকার মানুষ হিসেবে তৈরির প্রয়োজনে মা – বাবাকে শিক্ষকগণের সাথে যোগাযোগ রক্ষা করে ভালো ফলাফল অর্জন ও যোগ্য নাগরিক হিসেবে সন্তানদের রাষ্ট্র ও বিশ্বকে উপহার দেয়ার জন্যে অনুরোধ জানান।তিনি আরো বলেন ইনস্টিটিউটের ভালো ফলের জন্য কেবল শিক্ষার্থী নয়, শিক্ষক এবং অভিভাবকদেরও ভূমিকা রয়েছে।উক্ত সমাবেশে উপস্থিত অভিভাবকবৃন্দ তাদের মূল্যবান মতামত প্রদান করেন এবং ইনস্টিটিউটের পক্ষ থেকে এই সভার আয়োজন করায় ধন্যবাদ জ্ঞাপন করেন।

পরিশেষে মাননীয় অধ্যক্ষ অভিভাবকবৃন্দকে আজকের সভায় উপস্থিত হওয়ায় আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং শিক্ষার্থীদের লেখাপড়ারসহ সার্বিক বিষয়ে খোঁজখবর রাখার জন্যে সকল অভিভাবককে অনুরোধ জানিয়ে এবং সবার মতামত গ্রহন সাপেক্ষে ভবিষ্যত কর্মপরিকল্পনা নিরুপণের লক্ষ্যে অভিভাবক সভা শেষ করেন।

Leave a Reply