একজন ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ার ডিজাইন এবং নতুন বৈদ্যুতিক সরঞ্জাম উদ্ভাবন, সমস্যার সমস্যা এবং যন্ত্রপাতি পরীক্ষা এবং ক্ষুদ্রতম পকেট ডিভাইস থেকে সুপার-কম্পিউটার ইলেক্ট্রনিক ডিভাইস সহ নানা ধরণের কাজ করেন। এ সেক্টরে কাজ করার প্রচুর সম্ভবনা রয়েছে এবং কাজের ক্ষেত্র ব্যাপক। এর অন্যতম ভাগগুলোর মধ্যে আছেঃ Power, Electronics, Computer, Telecommunications ইত্যাদি। এসব সেক্টরের মধ্যে যেটিতে আপনার জ্ঞানের পরিধি সবচেয়ে ভালো এবং আপনি বেশি আগ্রহ বোধ করেন, সেটাতেই আপনি আপনার ক্যারিয়ার এগিয়ে নিতে পারেন। Power সেক্টরের চাহিদা বাংলাদেশের প্রেক্ষাপটে এই মুহুর্তে প্রচুর। চাহিদা পূরণের জন্য প্রতি বছরই নতুন বিদ্যুৎ কেন্দ্র তৈরি হচ্ছে। এছাড়াও নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট স্থাপনের পরিকল্পনাও চলছে। আর এই সেক্টরের মূল দায়িত্বই থাকে ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের দখলে। একইভাবে আপনি মোবাইল কোম্পানি গুলোতেও চাকরি করতে পারেন। দেশে নতুন মোবাইল নেটওয়ার্ক কভারেজ তৈরি ও তার রক্ষণাবেক্ষণের কাজে অনেক EEE ইঞ্জিনিয়ার নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আপনার আগ্রহ যদি software অথবা hardware এর দিকে থাকে তাহলে আপনি একজন প্রোগ্রামার অথবা সার্কিট ডিজাইনার হিসাবে নিজের ক্যারিয়ার তৈরি করতে পারেন। এছাড়াও দেশ ও দেশের বাইরে আপনার কাজের জন্য আছে অবারিত সুযোগ।
একজন দক্ষ ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ার নিম্নলিখিত যে কোন সেক্টরে কাজ করতে পারবেঃ
#Aerospace Industry #Automotive Industry #Chemical Industry #Construction Industry #Defense Industry #Electronics Industry #Fast moving Goods Industry #Marine Industry #Materials Industry #Oil and gas Industry #Pharmaceuticals Industry #Power generation Industry #Rail Industry #Telecoms & Utilities Industry #Utilities industry #Illuminating engineer
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অনুমোদিত নিজস্ব স্থায়ী ক্যাম্পাস সমৃদ্ধ পলিটেকনিক ইনস্টিটিউট ড্যাফোডিল টেকনিক্যাল ইনস্টিটিউট (ডিটিআই)’তে ৪ বছর মেয়াদি (৮ সেমিস্টার) পলিটেকনিক ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এ ভর্তি চলছে।
টেকনোলজি সমূহঃ
• কম্পিউটার • টেক্সটাইল • সিভিল • টেলিকমিউনিকেশন • ইলেকট্রিক্যাল
যোগাযোগঃ 01713493267, 01713493233, 01713493280
সুবিধাদিঃ
- শিক্ষার্থীদের ল্যাপটপ ফ্রি পাওয়ার সুযোগ!
- রাজধানীর প্রাণকেন্দ্র পান্থপথে নিজস্ব স্থায়ী সুবিশাল ক্যাম্পাস!
- ড্যাফোডিল ইন্টা. ইউনিভার্সিটিতে আর্থিক সুবিধাসহ বিএসসি ইঞ্জিনিয়ারিং পড়ার সুযোগ!
- নিজস্ব হোস্টেলে নিরিবিলি পরিবেশে থাকা-খাওয়ার সুব্যবস্থা!
- আর্থিক ভাবে অস্বচ্ছল ও মেধাবীদের জন্য ড্যাফোডিল ফাউন্ডেশনের বৃত্তি!
- ছাত্রীদের জন্য ৫০% ছাড়ে অধ্যয়নের সুযোগ!
- ড্যাফোডিল পরিবারসহ বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরির সহায়তা!
বিস্তারিত জানতেঃ http://admission.dti.ac/images/DTI.jpg
ভর্তির যোগ্যতাঃ এসএসসি/সমমান পাশ (পাশের সন 2009-2018)।
অনলাইন আবেদন লিংকঃ http://admission.dti.ac/
ড্যাফোডিল টেকনিক্যাল ইনস্টিটিউট (ডিটিআই)
ভর্তি অফিসঃ ৬৪/৬, লেকসার্কাস, রাসেল স্কয়ার, কলাবাগান, ঢাকা-১২০৫।
ফোন: ৯১৩৪৬৯৫, ০১৭১৩৪৯৩২৬৭, ০১৭১৩৪৯৩২৩৩
স্থায়ী ক্যাম্পাসঃ ৪৩/আর/৫-বি, পান্থপথ, ঢাকা-১২১৫।
ফোন: ৯১২২০১৬-১৭, ০১৭১৩৪৯৩২৮০