Blog

গড়তে নিজের ক্যারিয়ার হতে পারেন ইঞ্জিনিয়ার! বিস্তারিতঃ 01713493233

কারিগরি শিক্ষায় তত্ত্বীয় পড়াশুনার চেয়ে বাস্তব প্রয়োগে বেশি গুরুত্ব দেয়া হয়, যাতে করে জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তরিত করে দ্রুত অর্থনৈতিক উন্নয়ন সাধন করা যায়। আর এ ক্ষেত্রে ড্যাফোডিল পরিবার পরিচালিত অন্যতম পলিটেকনিক ড্যাফোডিল টেকনিক্যাল ইনস্টিটিউট (ডিটিআই) এগিয়ে যেখানে শিক্ষার্থীদের দক্ষতা অর্জন, বেকারত্ব দূরীকরণ, দ্রুত উপার্জনক্ষম করা এবং উদ্যোক্তা উন্নয়নের নিমিত্তে বিভিন্ন প্রচেষ্টা গ্রহণ করা হয়। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ৪ বছর মেয়াদি ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং এ নিম্নলিখিত টেকনোলজি সমূহে ২০২০-২১ সেশনে ভর্তি চলছে।

🔴 ৪ বছর মেয়াদি ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং:
✅ কম্পিউটার ✅ সিভিল ✅ টেলিকমিউনিকেশন ✅ ইলেকট্রিক্যাল ✅টেক্সটাইল ✅ গার্মেন্টস ডিজাইন ✅ আর্কিটেকচার ✅ গ্রাফিক্স ডিজাইন

🔴 ভর্তির যোগ্যতাঃ এস.এস.সি/দাখিল/ভোকেশনাল/উন্মুক্ত পাশ (পাশের সনঃ ২০১১-২০২০)। ন্যূনতম জিপিএ ২.০০।

বিশেষ স্কলারশীপ পেতে অনলাইনে ভর্তির আবেদন লিংকঃ http://admission.dti.ac/

🔴 বিশেষ স্কলারশীপঃ

🔸 আবেদনকারীদের মধ্য থেকে বাছাইকৃত ১ম ১০ জন পাবে টিউশন ফি’র উপর ১০০% স্কলারশীপ।
🔸 বাছাইকৃত পরবর্তী ২৫ জন পাবে টিউশন ফি’র উপর ৭৫% স্কলারশীপ।
🔸 বাছাইকৃত পরবর্তী ৩৫ জনের জন্য আছে টিউশন ফি’র উপর ৫০% স্কলারশীপ।
🔸 এছাড়াও আরো ৫০ জনের জন্য আছে টিউশন ফি’র উপর ২৫% স্কলারশীপ।

*আবেদনকারীদের মধ্য থেকে যাচাই বাছাই শেষে স্কলারশীপের জন্য যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে।

🔴 বিশেষ সুবিধাঃ

🔷 শিক্ষার্থীদের ল্যাপটপ ফ্রি পাওয়ার সুযোগ।
🔷 ছাত্রীদের জন্য ৫০% ছাড়।
🔷 দরিদ্র ও মেধাবীদের জন্য ড্যাফোডিল ফাউন্ডেশনের শতভাগ পর্যন্ত বৃত্তি।

🔴 বিশেষ বৈশিষ্ট্য সমূহঃ

🔷 দেশের একমাত্র পূর্নাঙ্গ ডিজিটাল পলিটেকনিক।
🔷 অনলাইনে সম্পূর্ণ ভর্তি কার্যক্রম সম্পন্ন করা যায়।
🔷 1Card/bKash/Online Banking এর মাধ্যমে সকল প্রকার ফি পরিশোধ করা যায়।
🔷 নিজস্ব অনলাইন এডুকেশন প্লাটফর্ম এ শতভাগ ক্লাস/ পরীক্ষা / গ্রুপ অ্যাসাইনমেন্ট করার সুবিধা।

🔴 অন্যান্য বৈশিষ্ট্য সমূহঃ

🔷 রাজধানীর প্রাণকেন্দ্র পান্থপথে নিজস্ব স্থায়ী সুবিশাল ক্যাম্পাস।
🔷 ড্যাফোডিল ইন্টা. ইউনিভার্সিটিতে আর্থিক সুবিধাসহ B.Sc পড়ার সুযোগ।
🔷 ড্যাফোডিল গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানে ইন্টার্ণশিপ/চাকুরির সুযোগ।
🔷 আন্তর্জাতিক মানের ল্যাব, পাঠাগার ও ওয়াই-ফাই যুক্ত ক্যাস্পাস।
🔷 নিজস্ব হোস্টেলে নিরিবিলি পরিবেশে থাকা-খাওয়ার সুব্যবস্থা।

** শুক্রবার সহ প্রতিদিন ভর্তি অফিস খোলা। **

স্থায়ী ক্যাম্পাসঃ ৪৩/আর/৫-বি, পান্থপথ, ঢাকা। Call/WhatsApp: 01713493267

কলাবাগান ক্যাম্পাসঃ ৬৪/৬, লেক সার্কাস, রাসেল স্কয়ার (নিউ মডেল স্কুল এন্ড কলেজ এর বিপরীতে), কলাবাগান, ঢাকা।

Call/WhatsApp: 01713493233, IMO: 01713493288
web: www.dti.ac

Leave a Reply