ডিটিআই’তে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ-২০২২ উদযাপন!
“একটাই লক্ষ্য, হতে হবে দক্ষ” এই শ্লোগানকে সামনে রেখে ড্যাফোডিল টেকনিক্যাল ইনস্টিটিউট (ডিটিআই) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় কৃষি মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এম.পি, ড্যাফোডিল পরিবারের সম্মানিত চেয়ারম্যান ড. মো: সবুর খান এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরের পরিচালক প্রকৌশলী আক্তারুজ্জামান এর উপস্থিতিতে বেলুন উড়িয়ে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ-২০২২ এর র্যালী উদ্বোধন করেন।
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ড্যাফোডিল পরিবারের নির্বাহী কর্মকর্তা জনাব মোহাম্মদ নুরুজ্জামান,ড্যাফোডিল টেকনিক্যাল ইনস্টিটিউটের সম্মানিত নির্বাহী পরিচালক ও অধ্যক্ষ জনাব রথীন্দ্রনাথ দাস, উপ-পরিচালক (একাডেমিক) জনাব মোয়াজ্জেম হোসাইন রুবেল ও সিনিয়র সহকারি পরিচালক (অর্থ ও প্রশাসন) জনাব আওলাদ হোসেন।