আজ ড্যাফোডিল টেকনিক্যাল ইনস্টিটিউট এর গার্ল গাইডস্ ইউনিটের আয়োজনে এক বর্ণাঢ্য দীক্ষাদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ গার্ল গাইড এসোসিয়েশনের রাজধানী অঞ্চলের আঞ্চলিক কমিশনার রওশন ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন ধানমন্ডি জেলা কমিশনার মাহফিয়া পারভিন এবং ক্যাম্প কমিশনার রিতা জেসমিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড্যাফোডিল টেকনিক্যাল ইনস্টিটিউট এর নির্বাহী পরিচালক ও অধ্যক্ষ জনাব রথীন্দ্র নাথ দাস।
অনুষ্ঠানে নবীন রেঞ্জারদেরকে দীক্ষা প্রদান করা হয় এবং তাদের কর্তব্য ও নীতিবোধ সম্পর্কে শিক্ষা দেওয়া হয়। রওশন ইসলাম তার বক্তব্যে রেঞ্জারদেরকে দেশ ও জাতির সেবায় নিবেদিতপ্রাণ হতে এবং নীতিবান জীবনযাপন করতে আহ্বান জানান।