Blog

দেশের অন্যতম বৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান ড্যাফোডিল টেকনিক্যাল ইনস্টিটিউট এর ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ (“Reception of Future Engineers’”) অনুষ্ঠান আজ এপ্রিল ৩০, ২০২৪ ইং, মঙ্গলবার, সকাল ১০:০০ ঘটিকায় ৭১ মিলানায়তন, ড্যাফোডিল প্লাজায় অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন, এমপি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেল ড. মোহাম্মদ নুরুজ্জামান, প্রধান নির্বাহী কর্মকর্তা, ড্যাফোডিল ফ্যামিলি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন ড্যাফোডিল টেকনিক্যাল ইনস্টিটিউট এর নির্বাহী পরিচালক ও অধ্যক্ষ জনাব রথীন্দ্রনাথ দাস।

অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে  ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন, এমপি ড্যাফোডিল টেকনিক্যাল ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সৎ ইঞ্জিনিয়ার হিসেবে গড়ে ওঠার আহবান করেন এবং দেশ ও মানুষের জন্য আজীবন কাজ করার জন্য প্রতিজ্ঞা বদ্ধ হতে উৎসাহিত করেন এবং শিক্ষার্থীদের শিক্ষার পাশাপাশি খেলাধুলাসহ বিভিন্ন শারীরিক শিক্ষায় অংশগ্রহণে উৎসাহিত করেন।  হবিগঞ্জের চুনারুঘাট  উপজেলায় সাধারণ মানুষদের ড্যাফোডিল টেকনিক্যাল ইইন্সটিটিউট কর্তৃক  দক্ষতা উন্নয়নের জন্য ট্রেনিং প্রদান করার অনুরোধ করেন। 

বিশেষ অতিথি ড. মোহাম্মদ নুরুজ্জামান ও সভাপতি জনাব রথীন্দ্র নাথ দাস তাদের বক্তব্যে দক্ষতার পাশাপাশি গভীর দেশপ্রম ও সততার উজ্জল দৃষ্টান্ত স্থাপন করার জন্য আহ্বান জানান।

প্রোগ্রাম শেষে প্রধান অতিথি ক্যাম্পাসে বৃক্ষ রোপন কর্মসূচির উদ্ভোদন করেন এবং খেলাধুলায় উৎসাহীত করার জন্য ছাত্রদের ফুটবল বিতরন করেন। 

সবশেষে নবীন শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Leave a Reply