
দেশের অন্যতম বৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান ড্যাফোডিল টেকনিক্যাল ইনস্টিটিউট এর ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ‘The Engineer’s Genesis: A New Beginning’ (নবীন বরণ) অনুষ্ঠান আজ মার্চ ২০, ২০২৫ ইং, বৃহস্পতিবার, দুপুর ০৩:০০ ঘটিকায় ৭১ মিলনায়তন, ড্যাফোডিল প্লাজায় অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মোহাম্মদ মেহেদী হাসান, অতিরিক্ত সচিব, নির্বাহী পরিচালক, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেল ড. মোহাম্মদ নুরুজ্জামান, প্রধান নির্বাহী কর্মকর্তা, ড্যাফোডিল ফ্যামিলি, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব সিদ্ধার্থ গোস্বামী, অপারেশন টিম লিডার, Innovation Design and Entrepreneurship Academy (iDEA). অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন ড্যাফোডিল টেকনিক্যাল ইনস্টিটিউট এর নির্বাহী পরিচালক ও অধ্যক্ষ জনাব রথীন্দ্রনাথ দাস, উক্ত অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন জনাব মোয়াজ্জেম হোসেন রুবেল, উপ-পরিচালক, ডিটিআই।
প্রধান অতিথির বক্তব্যে ড. মোহাম্মদ মেহেদী হাসান ড্যাফোডিল টেকনিক্যাল ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সৎ ও দক্ষ প্রকৌশলী হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। তিনি দেশ ও মানুষের কল্যাণে আজীবন কাজ করার জন্য শিক্ষার্থীদের প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার প্রতি উৎসাহিত করেন।
বিশেষ অতিথির বক্তব্যে ড. মোহাম্মদ নুরুজ্জামান শিক্ষার্থীদের দক্ষতা অর্জনের পাশাপাশি দেশপ্রেম ও সততার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপনের আহ্বান জানান এবং সভাপতি জনাব রথীন্দ্রনাথ দাস তাঁর বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষার পাশাপাশি প্রযুক্তিগত দক্ষতা ও উদ্ভাবনী চিন্তাধারা বিকাশে মনোযোগ দিতে হবে।