Blog

 

যদি স্বপ্ন থাকে ইঞ্জিনিয়ার হওয়ার তাহলে আর দেরি নয়!! এখন ঢাকার প্রাণকেন্দ্র পান্থপথে Daffodil Technical Institute-এ ৪ বছর মেয়াদী ডিপ্লোমা –ইন- ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি চলছে।

কারিগরি শিক্ষা নিলে, যখন তখন চাকরি মেলে।

টেকনোলজীসমূহ:  (৮ সেমিস্টার)

  • কম্পিউটার
  • টেক্সটাইল
  • সিভিল
  • টেলিকমিউনিকেশন
  • ইলেকট্রিক্যাল

◘ভর্তির_যোগ্যতা:
♦এস.এস.সি/সমমান পরীক্ষায় যে কোন গ্রুপ থেকে জিপিএ ২.০০ পেয়ে উত্তীর্ণ।

♦২০০৮-২০১৮ সালের শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।

◘সুযোগ_সুবিধা :

♦ নিজস্ব স্থায়ী ক্যাম্পাস।

♦ প্রত্যেক শিক্ষার্থীর জন্য ফ্রি ল্যাপটপ।

♦ মেয়েদের জন্য 50% ছাড়ে অধ্যায়নের সুযোগ।

♦ WI-FI ও FREE INTERNET সুবিধা।।

♦ অত্যাধুনিক প্রযুক্তির উন্নতমানের ল্যাব।

♦ লেকচার প্লান অনুযায়ী শিক্ষা ব্যাবস্থা ।

♦ শিক্ষা বৃত্তি

♦নিজস্ব হোস্টেলে থাকা-খাওয়ার সুবিধা ।

♦ ৮ম সেমিষ্টারে বড় বড় প্রতিষ্ঠানে বাস্তব প্রশিক্ষনের সুযোগ।

jobsbd.com এর মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরির ব্যবস্থা করা হয় ।

♦ admission.ac মাধ্যমে বিশ্বেও যে কোন দেশে উচ্চতর ডিগ্রি অর্জনের ব্যবস্থা করা হয়!

♦ বিশেষ ছাড়ে  ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে B.Sc করার সুযোগ।

◘ল্যাব_সুবিধা_সমূহ:
• সফট্ওয়ার ল্যাব • হার্ডওয়ার ল্যাব • নেটওয়ার্ক ল্যাব • ক্যাড এন্ড গ্রাফিক্স ল্যাব • ইলেকট্রিক্যাল মেশিন ল্যাব • ইলেকট্রিক্যাল ওয়ারিং ল্যাব • ইলেকট্রনিক্স ল্যাব • মাইক্রো-কন্ট্রোলার ল্যাব• কনস্ট্রাকশন ল্যাব • ইঞ্জিনিয়ারিং ড্রয়িং ল্যাব • ফিজিক্স ল্যাব • কেমিস্ট্রি ল্যাব • মডেল মেকিং ল্যাব • শীট মেটাল ল্যাব • ইলেকট্রনিক্স ডিভাইস সার্কিট ল্যাব
• ইঞ্জিন ল্যাব

◘যোগাযোগ:

৬৪/৬, লেকসার্কাস, পান্থপথ (রাসেল স্কয়ার), কলাবাগান, ঢাকা-১২০৫ ।
Hotline: 9134695, 01713493267, and 01713493233

Leave a Reply