Blog

বর্তমান সময়ে বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার কোন বিকল্প নেই। আর প্রযুক্তি শিক্ষায় কম্পিউটার শিক্ষা সবচেয়ে চাহিদা সম্পন্ন। এই চাহিদা তৈরী হয়েছে যুগের প্রয়োজনে। বর্তমানে কম্পিউটার খাত একটি শিল্প। গত তিন দশকে কম্পিউটার শিল্পকে সবচেয়ে দ্রুত সম্প্রসারিত শিল্প হিসেবে আখ্যা দেয়া হয়েছে। এই বিশ্বায়নের ফলে একজন ছাত্র এখন ক্যারিয়ার গড়ার সুযোগ পাচ্ছেন দেশে ও আন্তর্জাতিক পর্যায়ে। কিন্তু তার সফলতা অনেকাংশে নির্ভর করে শিক্ষার্থীর সময়োপযোগী সঠিক সিদ্ধান্তের উপর। তাই বিশ্বব্যাপী কম্পিউটার শিল্পের এই জোয়ারে সৃষ্টি হয়েছে বিপুল পরিমাণ চাকরির সুযোগ। এ শিল্প বিকাশে প্রতিষ্ঠানগুলো মেধাবী ও দক্ষদের নিয়োগ দিয়ে আকর্ষণীয় বেতন প্রদান করে থাকে। এখানে স্থায়ী কর্মকর্তা হিসেবে শুরু থেকেই আয় করার সুযোগ রয়েছে। কিন্তু সঠিক সিদ্ধান্ত ও বাস্তবমুখী শিক্ষার অভাবে সে সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে অনেক শিক্ষার্থী। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ডিপ্লোমা ইন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং কোর্স সম্পন্ন করে একজন শিক্ষার্থী তার এই অভীষ্ট লক্ষ্যে পৌছাতে সক্ষম হবে। আর সে লক্ষ্যে কাজ করে যাচেছ দেশের স্বনামধন্য প্রতিষ্ঠান ড্যাফোডিল টেকনিক্যাল ইনস্টিটিউট (ডিটিআই)।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অনুমোদিত নিজস্ব স্থায়ী ক্যাম্পাস সমৃদ্ধ পলিটেকনিক ইনস্টিটিউট ড্যাফোডিল টেকনিক্যাল ইনস্টিটিউট (ডিটিআই)’তে ৪ বছর মেয়াদি (৮ সেমিস্টার) পলিটেকনিক ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এ ভর্তি চলছে।

টেকনোলজি সমূহঃ

• কম্পিউটার • টেক্সটাইল • সিভিল • টেলিকমিউনিকেশন • ইলেকট্রিক্যাল

যোগাযোগঃ 01713493267, 01713493233, 01713493280

সুবিধাদিঃ

  • শিক্ষার্থীদের ল্যাপটপ ফ্রি পাওয়ার সুযোগ!
  • রাজধানীর প্রাণকেন্দ্র পান্থপথে নিজস্ব স্থায়ী সুবিশাল ক্যাম্পাস!
  • ড্যাফোডিল ইন্টা. ইউনিভার্সিটিতে আর্থিক সুবিধাসহ বিএসসি ইঞ্জিনিয়ারিং পড়ার সুযোগ!
  • নিজস্ব হোস্টেলে নিরিবিলি পরিবেশে থাকা-খাওয়ার সুব্যবস্থা!
  • আর্থিক ভাবে অস্বচ্ছল ও মেধাবীদের জন্য ড্যাফোডিল ফাউন্ডেশনের বৃত্তি!
  • ছাত্রীদের জন্য ৫০% ছাড়ে অধ্যয়নের সুযোগ!
  • ড্যাফোডিল পরিবারসহ বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরির সহায়তা!

বিস্তারিত জানতেঃ http://admission.dti.ac/images/DTI.jpg

ভর্তির যোগ্যতাঃ এসএসসি/সমমান পাশ (পাশের সন 2009-2018, GPA: 2.00)।

অনলাইন আবেদন লিংকঃ http://admission.dti.ac/

ড্যাফোডিল টেকনিক্যাল ইনস্টিটিউট (ডিটিআই)

ভর্তি অফিসঃ ৬৪/৬, লেকসার্কাস, রাসেল স্কয়ার, কলাবাগান, ঢাকা-১২০৫।

ফোন: ৯১৩৪৬৯৫, ০১৭১৩৪৯৩২৬৭, ০১৭১৩৪৯৩২৩৩

স্থায়ী ক্যাম্পাসঃ ৪৩/আর/৫-বি, পান্থপথ, ঢাকা-১২১৫।

ফোন: ৯১২২০১৬-১৭, ০১৭১৩৪৯৩২৮০

Leave a Reply