Blog

ড্যাফোডিল টেকনিক্যাল ইনস্টিটিউট (ডিটিআই) এর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে ১২ অক্টোবর ২০২১, মঙ্গলবার ড্যাফোডিল কনকর্ড টাওয়ারের বিজয় অডিটোরিয়ামে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

গড়তে নিজের ক্যারিয়ার, হতে পারেন ইঞ্জিনিয়ার! কারিগরি শিক্ষার এই মূলমন্ত্রকে ধারণ করে ড্যাফোডিল পরিবারের মাননীয় চেয়ারম্যান ড. মো. সবুর খান স্যার ২০১৬ সালের ১০ অক্টোবর বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এর অনুমোদনক্রমে ঢাকার পান্থপথে নিজস্ব স্থায়ী ক্যাম্পাস সমৃদ্ধ স্বনামধন্য এই পলিটেকনিক টি প্রতিষ্ঠা করেন।

প্রতিষ্ঠার শুরু থেকেই নির্বাহী পরিচালক রথীন্দ্রনাথ দাস এর দক্ষ নেতৃত্বে ডিটিআই জ্ঞান ভিত্তিক, দক্ষ ও স্বনির্ভর সমাজ বিনির্মানে শিক্ষার্থীদের দক্ষতা অর্জন, দ্রুত উপার্জনক্ষম করা এবং উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে বিভিন্ন একাডেমিক ও সহশিক্ষা কার্যক্রম অব্যহত রেখেছে।

কারিগরি শিক্ষা বোর্ডের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর সদ্য সমাপ্ত সেমিস্টার ফাইনাল পরীক্ষায় ডিটিআই এর শিক্ষার্থীদের কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন। CGPA ৪.০০ এর মধ্যে ৪.০০ এবং ২০% শিক্ষার্থীর CGPA ৩.৭৫ এর উপরে অর্জন সহ শতভাগ পাশের সাফল্য ডিটিআই কে এক অনন্য স্থানে উন্নিত করেছে।

বিগত বছরগুলোর ন্যায় এবারও ড্যাফোডিল টেকনিক্যাল ইনস্টিটিউট (ডিটিআই) বিভিন্ন উৎসবের মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল গ্রুপের সম্মানিত সিইও জনাব মোহাম্মদ নূরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ডিটিআই এর নির্বাহী পরিচালক জনাব রথীন্দ্র নাথ দাস। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ডিটিআই এর উপ পরিচালক জনাব মোয়াজ্জেম হোসেন রুবেল।

এ সময় সবার অংশ গ্রহণে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণিল সাজে সেজেছিল পুরো ক্যাম্পাস ও অনুষ্ঠান স্থল। অনুষ্ঠানের শেষাংশে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন এবং বিভিন্ন সমাজ সেবামূলক কর্মকান্ডে অংশগ্রহণের জন্য ডিটিআই এর কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়। পাশাপাশি তদের এই গৌরবময় অর্জনের স্বীকৃতি স্বরূপ প্রতিষ্ঠানের পক্ষ থেকে অনুষ্ঠানের প্রধান অতিথি তাদের হাতে ক্রেস্ট, সার্টিফিকেট এবং পুরষ্কার তুলে দেন।

Leave a Reply