![Blog](https://i1.wp.com/news.dti.ac/wp-content/uploads/2024/11/1.jpg?fit=1920%2C1080&ssl=1)
ক্যাশলেস ও স্মার্ট ক্যাম্পাস গড়ার লক্ষ্যে ড্যাফোডিল টেকনিক্যাল ইনস্টিটিউট (ডিটিআই) এর শিক্ষার্থীদের জন্য “1 Card” উদ্ভোধন ও বিতরণ করা হয়েছে। ডিটিআই গর্বের সঙ্গে বাংলাদেশে প্রথম স্মার্ট ক্যাশলেস পলিটেকনিক ক্যাম্পাস হিসেবে আত্মপ্রকাশ করেছে, যা শিক্ষার্থীদের প্রযুক্তি-নির্ভর শিক্ষা ও ক্যাম্পাস জীবনকে আরও সহজ এবং উন্নত করবে।
উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন ডিটিআই এর নির্বাহী পরিচালক ও অধ্যক্ষ জনাব রথীন্দ্রনাথ দাস, উপ-পরিচালক মোঃ মোয়াজ্জেম হোসেন রুবেল ও সিনিয়র সহকারী পরিচালক জনাব আওলাদ হোসাইন এবং ড্যাফোডিল কম্পিউটার্স লিমিটেড এর জেনারেল ম্যানেজার জনাব জাফর আহম্মেদ পাটোয়ারী।
শুধুমাত্র একটি কার্ড দিয়েই শিক্ষার্থীরা পেয়ে যাবে পেমেন্টসহ ক্যাম্পাসের সকল ডিজিটাল সুবিধা!
ক্যাম্পাস জীবনকে আরও সহজ, দ্রুত এবং নিরাপদ করতে ডিটিআই এর এই অভিনব উদ্যোগ।
1 Card-এর সুবিধাসমূহ:
- সকল পেমেন্ট: টিউশন ফি, কেনাকাটা এবং অন্যান্য পেমেন্ট করা যাবে একই কার্ডের মাধ্যমে।
- আইডি কার্ড: এটি আপনার পরিচয়পত্র হিসেবেও কাজ করবে।
- ক্যাম্পাস এক্সেস: ক্যাম্পাসের সব স্থানে সহজে প্রবেশের জন্য ব্যবহারযোগ্য।
- লাইব্রেরি সুবিধা: লাইব্রেরি থেকে বই নেওয়া ও ব্যবস্থাপনার জন্য ব্যবহার করা যাবে।