
ড্যাফোডিল টেকনিক্যাল ইনস্টিটিউট (ডিটিআই) মেধাবী ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের স্বীকৃতি ও উৎসাহ প্রদানের লক্ষ্যে নিয়মিতভাবে বিনামূল্যে বই বিতরণ কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় বই বিতরণ কার্যক্রম ২০২৫ অনুষ্ঠিত।
২০ মার্চ ২০২৫, ড্যাফোডিল প্লাজার ৭১ মিলনায়তনে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে সেমিস্টার ফাইনাল পরীক্ষায় সর্বোচ্চ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মোহাম্মদ মেহেদী হাসান, অতিরিক্ত সচিব ও নির্বাহী পরিচালক, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল। বিশেষ অতিথি ছিলেন ড. মোহাম্মদ নুরুজ্জামান, প্রধান নির্বাহী কর্মকর্তা, ড্যাফোডিল ফ্যামিলি। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব সিদ্ধার্থ গোস্বামী, অপারেশন টিম লিডার, Innovation Design and Entrepreneurship Academy (iDEA)।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনাব রথীন্দ্রনাথ দাস, নির্বাহী পরিচালক ও অধ্যক্ষ, ডিটিআই। ধন্যবাদ জ্ঞাপন করেন জনাব মোয়াজ্জেম হোসেন রুবেল, উপ-পরিচালক, ডিটিআই।
ডিটিআই-এর এই মহৎ উদ্যোগ শিক্ষার্থীদের অধ্যবসায়কে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি তাদের আগামীর সাফল্যের পথে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে। ডিটিআই সর্বদা শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নত করতে ও একাডেমিক উৎকর্ষতা নিশ্চিত করতে বদ্ধপরিকর।